গাংনী প্রতিনিধি: বাংলা একাডেমির শিশু-সাহিত্য পুরস্কার পাচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার কৃতিসন্তান রফিকুর রশীদ রিজভী। তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। বাংলা একাডেমি থেকে বিভিন্ন বিষয়ের ওপর মোট ১৫ জনকে পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়। তিনি শিশু সাহিত্যের জন্য এবার পুরস্কার পাচ্ছেন। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন।
এদিকে রফিকুর রশীদ রিজভী পুরস্কারের ঘোষণার পর স্থানীয় প্রভাতী সংঘ, বিভিন্ন স্কুল, মাধ্যমিক ও কলেজের প্রধানরা সোমবার রাতে ফুল দিয়ে সংর্বধনা প্রদান করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, কাজীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন, তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান হেলাল উদ্দিনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ