বর্ষবরণ ——সাদরিল আমিন শ্রেষ্ঠ পোস্ট করেছেনঃ Shrestho প্রকাশিতঃ Dec 18, 2013 শেয়ার করুন আসছে নতুন বছর তার গুটিগুটি পা ফেলে দেখবে সেই নতুন দিন ভাববে সেই নতুন বিকেলে আসছে নতুন বছর থাকেনা বরণ করে নাও নতুন টানে নতুন খোঁজে সামনে এগিয়ে যাও নতুন বছরের নতুন ছোঁয়া লাগবে আবার গায়ে নতুন করে ভালবেসো তোমার মাটি-মায়ে।