বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় অরিন্দমের নাটক ‘পূর্বকথন’ মঞ্চস্থ

 

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় নাটক ‘পূর্বকথন’ মঞ্চস্থ হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা শহীদ আলাউল হলে অরিন্দম চুয়াডাঙ্গার আয়োজনে মঞ্চায়ন হয় এ নাটক। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি নির্মাণ করা হয় ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের পটভূমির ওপর। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ভারপ্রাপ্ত কালচারাল অফিসার শাহাদাৎ হোসাইন, হামিদুল হক মুন্সী, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম মালিক, মো. আলাউদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৪৫ মিনিটের নাটক উপভোগের পর অতিথিরা নাটক ও এর কলাকুশলীসহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ রকম মঞ্চায়ন এর বিকল্প নেই এবং মাঝেমধ্যে এরকম নাটক আয়োজনের জন্য অরিন্দমকে আহ্বান জানায়। পূর্বকথন নাটকটি রচনা করে অরিন্দমের সাবেক সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, নির্দেশনায় ছিলেন শামীম সাগর এবং সহকারী নির্দেশনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরিন্দম চুয়াডাঙ্গার সহ-সভাপতি আব্দুল মোমিন টিপু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More