টিপ্পনী
ফেনসিডিলের ভক্ত
রব উঠেছে রব;
সীমান্তে রোজ ফেনসিডিলের
চলছে মহোৎসব।
ওইখানে রোজ যাচ্ছে কারা
বোতল বোতল খাচ্ছে কারা
আমি এখন একটু আধটু
করছি অনুভব।
কেউ তো চালান কিনতে যায়
কেউ গলি-পথ চিনতে যায়
কারণ এখন ফেনসিডিলে
মাতাল মাতাল জোশ;
আলবত কই রসের কথা
দিচ্ছি না রে ফোঁস।
খোর বখাটে মাতাল যারা;
ফেনসিডিলের ভক্ত তারা।
সূত্র:(দর্শনায় পুলিশের হাতে ফেনসিডিলসহ একজন গ্রেফতার)