স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনির ওপর অমানবিক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘের সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘ঝড়ষরফধৎরঃু রিঃয চধষবংঃরহরধহং ্ ঠবৎংবং ভড়ৎ চবধপব’ শীর্ষক সাহিত্যসভায় আলোচনা, নির্বাচিত ও স্বরচিত কবিতা পাঠ এবং শান্তির স্বপক্ষে যুদ্ধবিরোধী গান পরিবেশিত হয়। সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতিমূলক এ সাহিত্যসভায় আলোচনা করেন হাবিবি জহির রায়হান, অ্যাড. বজলুর রহমান, খলিলুর রহমান, পিন্টু রহমান, অধ্যাপক আব্দুল মোহিত, কৃতী চিত্রশিল্পী জি. এম. জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। নির্বাচিত কবিতা আবৃত্তি করেন আমিনা রহমান লিপি, রোকন রেজা, মনিরুজ্জামান মানিক ও অ্যাড. বজলুর রহমান; স্বরচিত কবিতা পাঠ করেন আফসানা মাহজাবিন শাপলা, হেলাল উদ্দিন বিশ^াস, সুমন মালিক, কাজল মল্লিক, হুমায়ুন কবীর, আনছার আলী, আহাদ আলী মোল্লা, ইদ্রিস ম-ল ও চিত্তরঞ্জন সাহা চিতু; সঙ্গীত পরিবেশন করেন শাওন কুমার রায়, রাকিব হাসান, এস. এম. সেলিম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফকির, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, লিটু বিশ^াস, মুস্তাফিজ ফরায়েজি, মাসুদ আরিফ মানু, আলী হোসেন, ফরিদ হোসেন, প্রশান্ত কুমার, তন্ময় রায়, বিপ্লব সাহা, মিশেল প্রমুখ লেখক ও সংস্কৃতি-কর্মীবৃন্দ। বেলা সাড়ে ১২টায় পদযাত্রা শুরু হয়ে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.