আহাদ আলী মোল্লা
ধরা খেলেন জামাই দাদু
চুরি করে আলমসাধু
খুঁজছে পুলিশ তাকে;
চতুর্দিকে কানাকানি
সব হয়ে যায় জানাজানি
পড়লো বাড়ি ঢাকে।
ধরলো তাকে সিসি টিভি
চিনলো কত স্বামী বিবি
বড্ড শরম লাগে,
লোকটা খুবই ভদ্র দেখি
তলায় তলায় কা- এ কী
শুনিনি তো আগে।
আলমসাধু করলে চুরি
ভাবলে খুবই বাহাদুরি
কিন্তু তা সব জলে,
পত্রিকাতে খবর আসে
চেনা মানুষ বড্ড হাসে
পড়লে গ্যাঁড়াকলে।
সূত্র: (আলমডাঙ্গা সোনাতনপুরের ঘরজামাই শফিকুল গ্যাঁড়াকলে)