আহাদ আলী মোল্লা
পরের জন্য পগার কেটে
নিজেই খাদে পড়লে,
নকশা যেটা এঁটেছো সেই
জায়গা থেকে নড়লে।
এখন কেন পালাও বাবা
ঘাড় ফুলিয়ে থানায় যাবা
দেখি বুকের পাটা;
পুলিশ দেখে আগেভাগেই
দিচ্ছো হাতে টা টা।
আসতে হবে থানায় তোকে
ঢুকতে হবে জেলে,
পার পাবে না কোনো রকম
লুকোচুরি খেলে।
আর দুটো দিন পালা;
তার পরে টের পাবি ঠিকই
পগার কাটার জ্বালা।
সূত্র: (ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দামুড়হুদার হাসান গ্যাঁড়াকলে)