নোবেলজয়ী কবি ডেরেক ওয়ালকটের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ১৯৯২ সালে সাহিত্যে নোবেলজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট দীর্ঘদিনের অসুস্থতার পর সেন্ট লুসিয়া দ্বীপে তার নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। সমালোচকদের কাছে ক্যারিবীয় কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে সম্মান পেয়েছিলেন তিনি। ১১৯২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং ২০১১ সালে কবিতার জন্য পান টিএস ইলিয়ট পুরস্কার। ১৯৯০ সালে তিনি হোমারীয় মাহাকাব্য ওমেরজ নিয়ে কাজ করেন। এটি তার বৃহৎ অর্জন হিসাবে বিবেচিত। তার এ বইটি ওই বছরের সেরা বইয়ের স্বীকৃতি পেয়েছিলো। ২০১১ সালে হুয়াইট ইগ্রেটস কাব্যগ্রন্থের জন্য টিএস ইলিয়ট পুরস্কার পান তিনি। ডেরেক ওয়ালকট ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ এ সেন্ট লুসিয়োর ক্যাস্ট্রিজে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব কাটান। জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৫৩ সালে ওয়ালকট ত্রিনিদাদে চলে যান।। ১৯৫৯ সালে ওয়ালকট ত্রিনিদাদ থিয়েটার ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। প্রথম মাত্র ১৮ বছর বয়সে তার ২৫টি কবিতা সংগ্রহ প্রকাশ পায়। একই সাথে চিত্রকলা এবং নাট্যকলাতেও তার পদচারণা ছিলো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More