নৃশংসতা

আহাদ আলী মোল্লা

আমরা সবাই ভয়াবহ
নৃশংসতার শিকার.
নেতা হাঁটেন উল্টো পানে
পুলিশও নির্বিকার।

মানুষ নাকি ওদের কাছে
পশু-পাখির সমান,
কেউ বলে ওই খুনিদের
শক্ত হাতে দমান।

ঘাতক খুনি ঠিকই থাকে
ধরা ছোঁয়ার বাইরে,
খুনের শিকার পরিবারে
রব ওঠে হায় হায় রে।

সান্ত¦না দেয় অল্প ক’জন
ক’দিন পরেই শেষ,
দাপট দেখায় ঘাতক খুনি
এটা কেমন দেশ?
সূত্র: (মেহেরপুরে নৃশংসতা : রাজ্জাককে কুপিয়ে খুন)

 

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More