আহাদ আলী মোল্লা
মাস্টারিতে দক্ষতা তার
ছাত্রকে খুব পেটান তিনি,
মাঝে মাঝেই ক্ষেপে উঠে
হাতের খায়েশ মেটান তিনি।
প্রায়ই তার মেজাজ গরম
এই ঘটনা ঘটান তিনি
ইচ্ছা করেই রেগে রেগে
অভিভাবক চটান তিনি।
মানুষে যা বলে বলুক
লজ্জা ভুলে হাসেন তিনি
নেতার দু’হাত ধরে বেড়ান
যখন খুবিই ফাঁসেন তিনি।
বছর বছর এমনিভাবেই
ঝুট ঝামেলা বাধান তিনি
সবাই বলে বড্ড খারাপ
গবেট বেকুব নাদান তিনি।
সূত্র: (গাংনীর করমদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ)