আহাদ আলী মোল্লা
চোরাই গমের স্বাদ আলাদা
টাকায় টাকা লাভ হয়,
চালচলনেও বদল আসে
বেজায় রকম ভাব হয়।
ওসব জিনিস কিনলে শুধু
একটুখানিক ঘাট হয়,
কিন্তু হজম করা গেলেই
ক্রেতা মশাই লাট হয়।
চোরাই মালের জন্যে কেবল
মাত্র ক’দিন খোঁজ হয়,
তারপরে বেমালুম চাপা
তল্লাশি কি রোজ হয়?
এমনিভাবেই অসৎ মানুষ
ফুলে ফেঁপে লাল হয়,
ধরা খেলে ভীষণ বিপদ
সুইটা তখন ফাল হয়!
সূত্র (চোরাই গম কেনার অভিযোগে আলমডাঙ্গার জহুরুল আটক)