আহাদ আলী মোল্লা
কুটুম পাখি ঘুরতে আসে
মধুর সুরে ডাকে,
গুলি করে জালে ফেলে
মারছো কেন তাকে?
ধরছে যারা মারছে যারা
বিক্রি করে ওপেন তারা
দেশ কি মগের মুলুক,
পুলিশ মাজায় দড়ি বেঁধে
ওদের কোর্টে তুলুক।
কিন্তু এসব আইন কানুন
পুরোই থোড়ায় কেয়ার,
কে আর আছে পাখপাখালির
খবরটবর নেয়ার।
এইভাবে কি চলে?
দুর্নীতিবাজ লোকরা সবই
দিচ্ছে রসাতলে।
সূত্র (ঝিনাইদহে বিক্রি হচ্ছে অতিথি পাখি, দেখার কেউ নেই)