আহাদ আলী মোল্লা
খামারবাড়ির ডিম কিনবো
বারো টাকায় হালি,
সঙ্গে নিলাম খাঁচি দুটো
একটা নতুন ডালি।
ভোর না হতে গিয়ে দেখি
আজব রকম কা- এ কী
ডিমের জন্য লাইন লোকের
গুনে কয়েক লাখ;
হলাম হতবাক।
একটু পরেই দাঙ্গা পুলিশ
লাঠিপেটা চালায়,
হুড়মুড়িয়ে পড়ে মানুষ
এদিক ওদিক পালায়।
সস্তা জিনিস কিনতে গিয়ে
সব হলো গড়বড়,
ডিম না পেলেও মাংনা খেলাম
দুই গালে দুই চড়।
সূত্র: (৩০ মিনিটেই ফ্লপ ৩ টাকায় ডিম বিক্রি)