টিপ্পনী – দাম দর
দাম দর- আহাদ আলী মোল্লা
দাম দর
আহাদ আলী মোল্লা
ভ্যাট পুরো শেষ; কিন্তু দামে
পড়ছে না তার আঁচ,
উল্টো দেখি ব্যবসায়ীদের
ঝুমুর তালের নাচ।
যার যে রকম ইচ্ছে বাড়ায়
জিনিসপাতির দাম,
সরকারি ভ্যাট বাদ দিয়ে আর
কী ছাতা করলাম?
ধনীর পকেট করছে তাজা
গরিব মারার কল,
ব্যাংকে ওদের টাকার পাহাড়
জমছে অনর্গল।
নিচ্ছো না ভ্যাট বেশ তো কথা
দাম কমেছে কই?
দাম-দরে আজ হাট বাজারের
বিচ্ছিরি হইচই!
সূত্র (তেল চিনি ও ছোলার ভ্যাট প্রত্যাহার)