দামুড়হুদায় ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরির উদ্বোধন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে ওই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সভাপতি হাজি বদর উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, রোজ কিন্ডারগার্টেনের পরিচালক জহুরুল ইসলাম, ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাছ উদ্দীন সুজন, কোষাধ্যক্ষ এমরাজ উদ্দীন খোকন, সেনেটারি ইন্সপেক্টর জামাত আলী, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান চাঁদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্মসম্পাদক আশাদুল হক, সহিদ আজম সদু, ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মুকিত, জহির, ওয়াহিদ, এনামুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল।