দর্শনা অফিস: দর্শনায় রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনন্দধামের আয়োজনে দর্শনা অডিটোরিয়াম কাম-কমিনিটি সেন্টার চত্বরে মোমবাতি প্রজ্জলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এশিয়ার প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী এমএ মান্নান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। আনন্দধামের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দীন, হিন্দোল সংগীত পরিষদের সভাপতি রেজাউল করিম সবুর, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, সিডিএলের পরিচালক কবি আবু সুফিয়ান, উদীচীর জেলা সভাপতি জহির রায়হান, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দধামের অধ্যক্ষ মিল্টন কুমার সাহা। পরে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী এমএ মান্নানসহ স্থানীয় শিল্পীরা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ