আহাদ আলী মোল্লা
হরেক রকম বাণিজ্য এই
আমার ছোট দেশে,
হোক সে ভালো হোক সে খারাপ
করে সবাই হেসে।
নালিশ দিলেও ঠিক ঠিকই হয়
তদন্ত এক পেশে
ঠেলায় পড়ে নিচ্ছি মেনে
আমরা ভালোবেসে।
ওলোটপালোট হলেই আবার
ভালোরা যায় ফেঁসে,
বদের সাথে মনে মনে
মন্দ মানুষ মেশে।
মামুর জোরে নষ্টরা হয়
খাঁটি অবশেষে,
দাপট দেখায় দম্ভ নিয়ে
লোকসমাজে এসে।
সূত্র (ঝিনাইদহে অফিস ফাঁকি দিয়ে ডাক্তারের ক্লিনিক বাণিজ্য)