টিপ্পনী
তোমার জীবন
ঘাম ঝরানো লোকের টাকায়
কর্তা বাবুর লোভ,
এই কারণেই সাধারণের
মধ্যে ভীষণ ক্ষোভ।
পরের টাকা ঘরের টাকা
কী কারণে ভাবেন?
একটু সবুর, মশাই এবার
শাস্তি ঠিকই পাবেন।
ব্যাংক খেয়েছেন উজাড় করে
এবার উজাড় বাড়ি,
ক্ষেপলে মানুষ সুযোগ বুঝে
সটকে দেবে নাড়ি।
পরের টাকায় খাবল দিলে
মাথা-কপাল ফাটবে,
লাল দালানের অন্ধকারেই
তোমার জীবন কাটবে।
সূত্র:(চেক জালিয়াতি মামলায় যশোর শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার সম্পত্তি ক্রোকের নির্দেশ)