তুলি সভাপতি ডা. সুমন সম্পাদক

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুশীল চক্রবর্তী। এ সময় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উদীচীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ, হাবিবী জহির রায়হান ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. নজরুল ইসলাম সুমনসহ উদীচীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ফৌজিয়া আফরোজ তুলিকে সভাপতি ও ডা. নজরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর উদীচী শিল্পী গোষ্ঠীর ২৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী দুই বছর জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন উদীচীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ, হাবিবী জহির রায়হান। এছাড়াও কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সুশীল চক্রবর্তী, রবীন্দ্র নাথ ভট্টাচার্য, লাভলী ইয়াসমিন, যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম কানন, কোষাধ্যক্ষ সন্দীপ পাল বাপ্পি। এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন অ্যাড. ইব্রাহীম শাহীন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More