তিনি
আহাদ আলী মোল্লা
জমিদারের ভাব ফুটানি তার
বেজায় অহঙ্কার-
উনি হলেন তবিল মোটা
সেরা মানুষ গাঁর।
কোত্থেকে এই টাকার তবিল বাড়ে
নোট কে কখন ছাড়ে
অবশেষে বোঝা গেলো
মালপপানি তার ঘাড়ে।
মালপানি কী তোমরা কি তা জানো
পারলে দেখাও আনো
ওসব কারো থাকলে কাছে
থাকবে না সম্মানও।
ওপর পানে সমাজপতি তিনি
সবাই তাকে চিনি
মাদক বেচে সমাজ নিয়ে
খেলেন ছিনিমিনি।
সূত্র: (কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মামুন গুলি ও ইয়াবাসহ গ্রেফতার)