খবর: (আলমডাঙ্গায় কিডনি রোগীর নামে অর্থ সংগ্রহকালে ৪ যুবক আটক)
কার নামে কে পয়সা তোলে
কে বা আসল রোগী,
গোড়ায় গলদ আছে ওদের
ভীষণ ভোগিজোগি।
পয়সা তুলে নিজেরা খায়
পকেট করে ভারি,
আগে এমন দেখিনি তো
মডার্ন কেলেঙ্কারি।
ব্যবসা ভালোই চালাও যদি
কিন্তু খেলে ধরা,
লাঠি ব্যাঙ খেয়ে শেষে
হোয়ো না আধমরা।
পরের জন্যে দরদ দেখাও
পয়সা টাকা তোলো;
অবশেষে সব মরদের
মুখোশ খোলা হলো।
-আহাদ আলী মোল্লা