টিপ্পনী:

খবর: (ঝিনাইদহে গাগান্নায় ছেলের হাতে বাবা খুন)

কার কাছে কী বলবো দাদা
বিচার দেবো কাকে,
মানুষ যদি খুন করে তার
প্রিয় বাবা-মাকে-
কী আর বাকি থাকে।

আর পারি না আর;
জন্মদাতা বাপকে মারিস
ভ- কুলাঙ্গার-
হায়রে কপাল মানুষ নামে
জন্ম নেয়ায় সার।

বাবার কপাল ভাঙা কপাল
লাগলো নাতো জোড়া
করলি কী তুই ছোড়া
জাহান্নামের কাটলি টিকিট
ভাগ্য হলো পোড়া।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More