খবর: (দখল হয়ে যাচ্ছে মহেশপুরের জিয়া খাল)
খাল দখলের চলছে হিড়িক
খাচ্ছে নদী কারা,
তারা-
প্রভাবশালী ক্ষমতাসীন যারা।
খালের দেশে নদীর দেশে
জোলের দেশে এ কী
বছর বছর দেখি-
আঙুল চুষি আমরা বুঝি
আমড়া কাঁঠের ঢেঁকি।
নদী নালা খাচ্ছে গিলে
তিলে তিলে
ওরা রাঘব বোয়াল
তাই তো মোটা চোয়াল
কোনো কিছু বলতে গেলেই
দিচ্ছে ঢেলে জোঁয়াল।
ধরে ওদের ধরো
উচিত বিচার করো।
-আহাদ আলী মোল্লা