খবর:(গাংনীতে সেই মাল্টিপারপাস কো-অপারেটিভের তৎপরতা)
আটছে নতুন ফন্দি আবার
বন্ধু মিতে পাতিয়ে,
লোভ দেখিয়ে মোটা লাভের
পয়সা নেবে হাতিয়ে।
খপ্পরে কেউ পোড়ো না আর
ওই গাড়িতে চোড়ো না আর
দুর্ঘটনাও ঘটতে পারে,
সত্যি কথা বললে জানি
কর্তারা খুব চটতে পারে।
টাকায় টাকা লাভ দেখিয়ে
কোটিপতির ভাব দেখিয়ে
করছে ওরা ধান্দা,
দিনে দিনে পুঁচকে ওদের
পেট হয়ে যায় নান্দা।
এবার ওদের নান্দা পেটে
কষে বসাও কিল;
স্বার্থ ভাঙো ছাড় দিয়ো না
এক দানা এক তিল।
-আহাদ আলী মোল্লা।