খবর: (দামুড়হুদায় আবারও বেড়েছে গরু চোরের উৎপাত)
চোর-ডাকাত গলায় গলায় মিল
কেউ কারো গায় দেয় না ঘুঁষি-কিল
ওরা সবাই দোস্তি করে চলে
পিরিত গলে গলে।
ঠকছে কৃষক তাই;
আজকে ছাগল কালকে গরু পরশু মহিষ যায়
ওরা চতুর বানায় ফতুর গোয়াল করে শূন্য
বোঝে না পাপ পূণ্য।
ওদের ঠেলায় গোটা জেলায়
হচ্ছে চুরি হেলায় ফেলায়
পুলিশ করে কী
ওটাই তো বলছি।
তেল দিয়ে শোয় নাকে;
ফাঁড়ি থানায় ব্যস্ত ভীষণ থাকে
গায়ের মানুষ কান্দে বসে পড়ে দুর্বিপাকে
কিন্তু পুলিশ সকল কিছুর খবর ঠিকই রাখে।
-আহাদ আলী মোল্লা