খবর: (আলমডাঙ্গায় ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ২৭ পরীক্ষার্থী বহিষ্কার)
শূন্য খাতায় পাস হয়ে যায়
আহা রে সুখ সুখ
না পড়ে আর না ঘুমিয়ে
চালাবি ফেসবুক।
লেখাপড়া উঠলো লাটে
ধারিস নে তার ধার
নকল নিয়ে ধরা পড়ে
হলি বহিষ্কার।
ঘুরে ফিরেই কাল কাটালি
কপি-নকল তাই,
তোদের নিয়ে পিতা-মাতা
আছে আশঙ্কায়।
কী আর হবে সবাই জানে
ফলাফলে ফেল,
তাও হলো না বাপু তোদের
ছিদেমবোধ-আক্কেল।
-আহাদ আলী মোল্লা