খবর: (গাংনীর খয়ের হত্যা মামলার মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে)
যাদের গায়ে শক্তি আছে
পালায় দড়ি ছিঁড়ে
অনেক লোকের ভিড়ে
গাঢাকা দেয় যায় না পাওয়া
শীতল হাওয়া
খায়;
ওদের পায়ে বেড়ি পরায়
এমন মানুষ নাই।
রাঘব বোয়াল গভীর জলে
থাকে
ধরবে কে আর তাকে
ওদের কিছু বললে জ্বালা
পড়বে দুর্বিপাকে।
যায় না ধরা যায় না ছোঁয়া
ওরা সবাই হুক্কা-হোয়া
করে;
কার ক্ষমতা ধরে?
-আহাদ আলী মোল্লা