টিপ্পনী:

খবর: (মুজিবনগরে হাত-পা বেঁধে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ)

মানুষ নামের চামড়া গায়ে
কিন্তু মানুষ নয়;
তাদের নিয়েই ভয়-
কখন কি যে করে ওরা
কখন কি যে হয়।

নাম নিয়েছে মানুষ তবে
পশুর মতো কাজ-
ধূত ফাঁকিবাজ;
সব্বনাশের মূলে ওরা
যায় করা আন্দাজ।

মানুষরূপী হায়নাগুলো
মাংস ছিঁড়ে খায়
যা যেখানে পায়
ওদের নিয়েই শঙ্কা-ভীতি
আছি আশকারায়।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More