খবর: (আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মধ্যে জুতো মারামারি)
শিক্ষকেরাও কাঁদা ছোড়েন
একেক বেলা কান্না জোড়েন
একেক রকম করে;
এ ওর গায়ে জুতো মারেন
মারামারি করতে পারেন
অনেক সময় ধরে।
শরম লাগে ছি!
করার আছে কী
শিক্ষা গুরুর কা- এমন
আগে দেখিনি।
এলাম এ কোন যুগে
মরছি ভুগে ভুগে
শিক্ষকেরা বেপরোয়া
কী কারণে হন
সঠিক করে কন-
আসল কথা ওনার
জুতের টিচার নন!
-আহাদ আলী মোল্লা