খবর:(চুয়াডাঙ্গায় আ.লীগ নেতা খুনের প্রধান আসামি জাসদ নেতা)
বাঘের ঘরে ঘোগের বাসা
তার ভেতরে কে রয়েছে,
যার নাকি খুব শক্তি সাহস
একলা একাই সে রয়েছে।
সারা বছর আসছি শুনে
তার সাথে কার দোস্তি ছিলো
জনগণের মধ্যে আনেক
এ নিয়ে খুব স্বস্তি ছিলো।
হঠাত পড়ি খুনের কথা
অজানা দোষ-গুণের কথা
কার?
তার।
যার ওপরে আস্থা ছিলো
অগাধ ছিলো বিশ্বাস;
সেই কেড়েছে নিশ্বাস।
কানে কানে শুনছি এসব
মামলাতে তার বর্ণনা
কালা আমার কর্ণ না!
Ñআহাদ আলী মোল্লা।