খবর: (গাংনীর সাহারবাটি ইউপি : টাকা দিলেই জন্মসনদ)
তেলেসমাতি নাম
এক ফুঁ দিলেই কাম
বিনিময়ে পাওনা আছে
একটা ছোট খাম।
খামের ভেতর কী
তাও জানো না ছি
জন্মসনদ সংশোধনের
পয়সা নিয়েছি।
একবারই নয় বার বার
নাও যদি দুই-চার বার
আমার কাছে ধার-বাকি নেই
নগদ কড়ির কারবার।
কার কী এখন লাগবে বলো
এক নিমেষেই গড়িয়ে দেবো
হয়নি কনের বয়স তো কী
কাজি ডেকেই পড়িয়ে দেবো
লাগলে বয়স কমিয়ে কি বা
লাগলে বয়স বাড়িয়ে দিই,
তালাক দিবা সমস্যা নেই
তিন মিনিটেই ছাড়িয়ে দিই।
তাও বোঝো না ক্যান;
খাঁটি চেয়ারম্যান গো আমি
খাঁটি চেয়ারম্যান।
-আহাদ আলী মোল্লা।