খবর: (দামুড়হুদার আরামডাঙ্গা কৃষি সমবায় সমিতির জমি দখলের পাঁয়তারা)
পরের জমি নিজের করেন
জাল কবলা দলিলে
লাঠি নিয়ে মারতে রোখেন
এসব কিছু বলিলে।
সাধুজনের মুখোশ পরে
অসাধুরা ঘুরছে,
মনের আশা পুরছে।
নষ্ট গুড়ের খাজা
এরাই শুধু সুযোগ বুঝে
কায়দা খুঁজে
সমাজ ভাজা ভাজা করে
পকেট ভরে
কাঁপছি জ্বরে
তাই বাঁচার উপায় নাই।
খাচ্ছে খুঁড়ে খুঁড়ে
বালি আশার গুড়ে
জাল বেটাদের জন্য লোকের
যাচ্ছে কপাল পুড়ে।
-আহাদ আলী মোল্লা