খবর: (জেলা ভোটে টাকার উত্তাপ)
ভোট মানেতো টাকার খেলা
টাকা মানেই নোট,
নোটের বলে খুঁটির বলে
চলছে দেশে ভোট।
নোট ছাড়া কেউ ভোট পাবে না
ভোট কি এতোই সোজা
জেতার পরে মারিং কাটিং
যাচ্ছে আগেই বোঝা।
নইলে কেন টাকা ছড়ায়
প্রার্থীরা সব এসে,
কাছে এসে পাম মারে আর
বেজায় ভালোবেসে।
নির্বাচনে জয়ী হলেই
সটকে পড়েন তারা,
দেখছি এটাই সারা জীবন
এটাই আসল ধারা।
-আহাদ আলী মোল্লা