খবর:(কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা)
মারছো মানুষ পিটিয়ে
নিচ্ছো খায়েশ মিটিয়ে
চারিদিকে অপরাধের
রক্ত গেল ছিটিয়ে।
ঘাতক-খুনি ঘাপটি মেরে
আছে;
আমার তোমার কাছে
এই তো আছি যায় না বলা
কী হয়ে যায় পাছে!
বোয়ালগুলো পায় না সাজা
হচ্ছে তাজা-
করছে মানুষ ভাজা ভাজা
আতঙ্কে দিন যায়
হায়;
বাঁচার উপায় নাই।
চতুর্দিকে ভয়
কখন যে কী হয়
ঘরে আছি বাইরে কেবল
খুনের ধারা বয়!
-আহাদ আলী মোল্লা