টিপ্পনী:

খবর:(পিতাকে পিটিয়ে অপহরণ : নিরাময় কেন্দ্রে বন্দি করে পাগল বানানোর পাঁয়তারা)

জমির লোভে রাগে ক্ষোভে
আঁটলো ছেলে ফন্দি-
কেন্দ্রে হলো সন্ধি;
অবশেষে বাপকে ধরে
করলো ঘরে বন্দি।

পাগল করে উদর ভরে
জমি নেবেন বাগিয়ে
কায়দা-কানুন লাগিয়ে।

কুমতলব গাঁড়তে গিয়ে
একটু বেশি বাড়তে গিয়ে
ছেলের গেল বাঁশ
মকদ্দমায় পড়ে শেষে
হলো সর্বনাশ।

হায়রে জানের ছেলে;
বাপকে পাগল করতে গিয়ে
জমির দলিল ধরতে গিয়ে
নিজেই গেলে জেলে।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More