খবর:(হরিণাকু-ু পানি উন্নয়ন বোর্ডের বেহালদশা)
মাসে মাসে বেতন তোলেন
কার্যালয়ে আসেন না,
খুঁটির জোরে অটুট থাকেন
মোটেও তিনি ফাঁসেন না।
সব সুবিধাই ভোগ করেন
বাড়তি বোনাস যোগ করেন
ঝড় ঝঞ্ঝা বন্যা হলেও
তিনি কোথাও ভাসেন না।
কর্তা বাবু সরকারি মাল খাচ্ছেন
নগদ নগদ পাচ্ছেন
দেশের টাকা খরচ করে
বিদেশ সফর যাচ্ছেন।
কিন্তু কিছু বলার আগেই
উনি জবর শাসান;
মামা-খালুর বদৌলতে
মুশকিলে হয় আসান।
কর্তা সাহেব বেশ
আহা মজার দেশ!
-আহাদ আলী মোল্লা