খবর:(ঐক্যমত্যের ইসি চান খালেদা জিয়া)
আসবে নতুন ইসি,
সবার হবে মনের মতোন
ভাবছো মিছিমিছি।
ইসি হবে পুনর্গঠন
আসবে আবার ভোট,
হয়তো হবে নতুন ইসির
বিরাট ভয়াল চোট।
কিংবা হবে ঘরে পোষা
নিজের হাতে পালিত
লালিত-
এমন হলে সিইসি খান
আজেবাজে গালি তো!
তাতে এমন কী
ইসি মানে পাঁচ বছরের
পুতুল অতিথি।
আদর গদর আসবে যাবে
কারো কারো গুণ গাবে।
-আহাদ আলী মোল্লা