খবর:(গাংনী উপজেলা পরিষদের লাখ লাখ টাকা ভুয়া রেজুলেশনে লোপাটের অভিযোগ)
খোড়ল করে মোড়ল বাবু
করলো তবিল ফাঁক্কা,
পয়সা কড়ি যাচ্ছে চলে
গাংনী থেকে ঢাক্কা।
রেজুলেশন ভুয়া হলেও
নোটগুলো খুব পাক্কা,
দোষা দোষারোপ যাদের নামে
সাজছে ওরা ছাক্কা।
বংশীয় লোক হলেও মাগার
ফটকাবাজের কাক্কা,
দিব্যি দোহাই তারা শুধু
কামায় অসৎ টাক্কা।
সবাই মিলে ঘুরিয়ে নেয়
অনিয়মের চাক্কা
এই জনতা ক্ষেঁপলে বিপদ
দেবেই গলা ধাক্কা।
-আহাদ আলী মোল্লা।