টিপ্পনী:

খবর: (  কুষ্টিয়ায় নকলের অভিযোগে শিক্ষকসহ ৬ জন বহিষ্কার   )

সারা বছর গড়াগড়ি
পরীক্ষাতে ধকল;
বইয়ের পাতা কেটেকুটে
তাই করেছো নকল।

লিখলে খাতায় দেখে দেখে
প্রশাসনও ঠেকে ঠেকে
হাতে নাধে ধরলো
হলে বাহির করলো।

আর;
শিক্ষাগুরু হলেন বহিষ্কার
মুখ কোরো না ভার
নতুনভাবে চেষ্টা করো
ভালো দিয়ে শেষটা করো
হবে আগামবার।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More