খবর:( মহেশপুরে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ২ প্রতারক )
ঠক প্রতারক নষ্ট দালাল
বাজে ওদের আখলাক,
চাকরি দেয়ার নামে টাকা
বাগিয়ে নেন লাখ লাখ।
আলাপ করে খাতির জমান
পয়সা মেরেই ফরফিট,
পরের টাকায় টাইলস কিনে
করেন নিজের ঘর ফিট।
মারিং করেন মিয়া সাজেন
রাখেন টাকা বস্তায়,
কাঁটা দিয়ে কাঁটা তোলেন
নেই জীবনে লস তাই।
ঠকছে গরিব দীন দুখীরা
চাকরি পাওয়ার বিশ্বাস,
শেষে তাদের মূমুর্ষু ভাব
পারলে কিছু দিস শ্বাস।
আহাদ আলী মোল্লা
২৩.১০.২০১৬