টিপ্পনী:

খবর: (জীবননগরে ২০০ ধর্মীয় অনুষ্ঠানের ভুয়া নামের ৬০০ টন চাল আত্মসাৎ)

গরিব লোকের চাল খেয়েছেন
তাতে অনেক গাল খেয়েছেন
কাল খেয়েছেন টাকা
থাকে কি সব ঢাকা?

হাঁড়ির খবর ফাঁস হয়েছে
কার নামে তা পাস হয়েছে
এঁকো ওয়ালা বাঁশ হয়েছে
ঢুকতে পারে তা;
মারিং কাটিং করলে ঠিকই
এবার বোঝো ঘা।

এক দু’কোটি টাকার খাবল
প্রকল্প তাই আবোল তাবোল
কলম খাতায় মেরে শাবল
তাবত হজম করলি
মরলি;
হাতকড়া এই পরলি!

আপনি তুমি তুই;
সারা দেহেই ঝাঁজরা-ফুটো
আর সেজো না সুঁই।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More