খবর: (ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু : অনিয়মের অভিযোগ)
বাড়তি টাকায় টিকিট মেলে
কিংবা মামা থাকলে,
চাওয়ার আগে পাওয়ার আগে
ছাই দিয়ে মাছ ঢাকলে।
কেনার আগেই টিকিট শেষ
হায়রে সোনার বাংলাদেশ
তুমি কেন এই বয়সে
ইচড় পাকা পাকলে?
খেলে নাকি চাখলে
না শরীরে মাখলে
এত্তো টিকিট রাতারাতি
কোথায় ঢেকে রাখলে?
একটা টিকিট দুটো টিকিট
কাটা ছেঁড়া ফুটো টিকিট
কুটো টিকিট
নেই টিকিটের বালাই
তুমি এতো খাদক-পেটুক
মলাম তোমার জ্বালায়।
-আহাদ আলী মোল্লা।