খবর: (মুজিবনগরে বর-কনের পিতা, ইউপি সদস্য ও কাজিকে জরিমানা)
আবোল তাবোল বিয়ে পড়ান
একটা দুটো কাজি,
খাতার পাতায় করেন তারা
খাপছাড়া কারসাজি।
সকল বিয়ে
নকল বিয়ে
পয়সা পেলেই জায়েজ
বিয়ের লায়েক হয় না যারা
না সাবালক, না এজ!
বিয়ের কাজি
ফাঁকিবাজি
মাংস পোলাও ইলিশ ভাজি
ওরা যখন গিললো;
কাজির থলেয় আসল-নকল
দুই ভলিয়ম মিললো।
সবাই ধরে জকার পাড়ে
কাজি খেলেন ধরা;
পুলিশ এসে বললো শেষে
হাতকড়াখান পরা।
-আহাদ আলী মোল্লা