খবর: (চুয়াডাঙ্গায় দাবিকৃত টাকা না পেয়ে মোটরসাইকেলে আগুন)
মাছ পেলে না ছিপে কামড় দিলে
মাংস তুলে নিলে
সহিংসতার শিকার
দোষটা ঘাড়ে দি কার?
কেউ ছাড়ে না স্বার্থ খানিক
সব বেটা চায় সোনা মানিক
সবাই খাবে সার,
যায় না পারা আর।
আমরা খাবো কাল্লা খাসির
হিসাব নিকাশ টাটকা-বাসির
তোমরা খাবা ঠ্যাং
নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
-আহাদ আলী মোল্লা