খবর:(পাম দিয়ে পাম চাষ, গ্রিন বাংলাদেশের প্রতারণার ফাঁদে মেহেরপুরের চাষিরা)
পাম দিয়ে পাম চাষ
কৃষকের গেলো বাঁশ
এ কী দশা মসিবত
সব্বারই হাঁসফাঁস।
গ্রিন দিলো পাম
এর খুবই দাম
একবার ধরা দিলে
ফুটে যাবে নাম।
চাষি মরে শেষ
গ্রিন নিলো বেশ
গলা কেটে পার পাবে
এ কেমন দেশ!
-আহাদ আলী মোল্লা
২৭.০৬.২০১৬