খবর: (চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে টজো গ্রেফতার)
চাকরি নিতে ঘুষ লাগে ভাই
আমরা সবাই জানি
তাই দু’ বেলা নেতা ধরে
করছি টানাটানি।
নেতার পকেট হচ্ছে গরম
এতে কি আর লজ্জাশরম
গরিবরা যায় রসাতলে
তাতে আমার কী?
ভালোই রয়েছি!
ধরা খেয়ে গড়াগড়ি
তখন হলো হুঁশ
আর খাবো না ঘুষ।
-আহাদ আলী মোল্লা