খবর: (চাষিদেরও এখন থেকে ট্যাক্স দিতে হবে)
চাষিরাও কর দেবে
আর নেই ছাড়,
ফাঁকি দিলে চলবে না
রাখবো না ঘাড়।
ট্যাক্স চাই গুনে গুনে
কার ক’টা রুম,
আর নয় ফ্রি ফ্রি
বিছানায় ঘুম।
চাষিভুসো বুঝি না গো
শুধু ভ্যাট বুঝি,
কোষাগারে জমা দাও
যার আছে পুঁজি।
-আহাদ আলী মোল্লা