টিপ্পনী

 

খবর:(নির্বাচনী সহিংসতায় ৬ জন নিহত : আহত কয়েকশ)

ভোট ডাকাতি ভোট ছিনতাই

ব্যালট চুরি জাল ভোট,

সহিংসতা হানাহানি

সবুজ কালো লাল ভোট।

 

কেটেকুটে বাকশো বোঝাই

কারচুপি ও খুন,

বুথের ভেতর দলের ক্যাডার

খুব করে ধুনফুন।

 

ভোটের নামে সারাদেশে

হচ্ছে কী সব ছি. ছি,

সুষ্ঠু অবাধ ভোট হয়েছে

বললো হেসে ইসি!

_আহাদ আলী মোল্লা

08.05.2016

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More