খবর: (ঝিনাইদহে জমি নিয়ে ভাইয়ের হাত ভাই খুন)
পান থেকে চুন খসে যদি
শরীর হবে রক্ত নদী,
ঘাতক হবে ভাই,
সেই দুনিয়া নাইরে এখন
সেই দুনিয়া নাই।
একটুখানি ঝগড়াঝাটি
তাবত কিছু মাটি,
হবে খুনের সায়
সেই দুনিয়া নাইরে এখন
সেই দুনিয়া নাই।
হচ্ছে এসব কিসের খেলা
দেখছি কী সব সারাবেলা,
সব যেন যায় যায়
সেই দুনিয়া নাইরে এখন
সেই দুনিয়া নাই।
-আহাদ আলী মোল্লা