খবর:(মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে তক্ষক পাচারকারী দুজনের কারাদণ্ড)
তক্ষক যে পাচার করে
বোকা নাদান গণ্ড,
তার সাথে ব্যবসা ফাঁদে
সে এক বেকুব ভণ্ড-
এক দড়িতে তাই দুজনের
এবার কারাদণ্ড।
এই বাঙালির মোটা মাথা
বোঝে না পাপ পুণ্য,
যা আছে তা আদর করে
রাখে না অক্ষুণ্ণ-
তাইতো দেখি কাজের শেষে
হাতের মুঠোয় শূন্য!
_আহাদ আলী মোল্লা
25.03.2016